বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিরোধী দল অংশগ্রহন না করায় নির্বাচন গ্রহনযোগ্যতা পাইনি। ইতিপূর্বেও স্থানীয় নির্বাচনে ভোটরা ভোট দিতে পারেন নাই। আমরা ধানের শীষের প্রতিক নিয়ে এবার নির্বাচন করছি। মানুষের মধ্যে ভোট দেওয়ার আমেজ রয়েছে। কিন্তু সরকার দলীয় লোক নির্বাচন করায় ভোটরা শংকিত। আশা করি আসন্ন নাসিক নির্বাচন সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন।
নাসিক নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজিত মেয়র প্রার্থীদের সাথে মত বিমিনয় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কশিনারের যাওয়ার বেলা হয়ে গেছে। তারা যাবার বেলায় তাদের দূর্নাম গুছিয়ে দিবেন। ভোটরার যাতে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেই লক্ষে কাজ করবেন। এখনো লেভেল লেবিং প্লেয়িং ফ্লিড তৈরি হয়নি। আমার পোষ্টার ছিরে সরকার দলীয় প্রার্থীর পোষ্টার লাগানো হয়েছে। যার ভিডিও ইত্যিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন। ১৭৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩ টি ঝুঁকিপূর্ন কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই আমি এর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। নারায়ণগঞ্জ একটি সুনামের শহর। কিছু লোকের কারনে এই শহরে দূর্নাম হচ্ছে। এই সব সন্ত্রাসী গডফাদারদের নারায়ণগঞ্জ থেকে বিতারিত করতে হবে। নির্বাচন কমিশন সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে বলে আশা করি।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রির্টানিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন কমিশনার মো. তারিফুজ্জামান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. আবদুল হামিদ, র্যাব- ১১ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আলী আকবর, জেলা ফায়ার সার্ভিস এর পরিচালক দিনমনি সরমা, জেলা আনসার কমান্ডার সিরাজুল রহমান, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, এলডিপি মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এজহারুল হক প্রমূখ।
.