বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাসের দাম বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সকালে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতমনেতা জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকার বিইআরসি আয়োজিত গণশুনানীর মতামতকে অগ্রাহ্য করে একরকম গায়ের জোরে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকারি এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধির পাশাপাশি শিল্প-কৃষি, এমনকি সেবাখাতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তিনি বলেন, একদিকে এলএনজি ব্যবসায়ীদের সুবিধা প্রদান অপরদিকে জ্বালানী খাতে দুর্নীতি, অনিয়ম ও চুরির দায়-দায়িত্ব সাধারণ মানুষের ঘারে চাপিয়ে দিতেই সরকার গ্যাসের এই অযৌক্তিক দাম বৃদ্ধির অপচেষ্টা করছে।
আমলাদের পরামর্শে নেয়া গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির হঠকারি সিদ্ধান্ত থেকে অনতিবিলম্বে সরে আসতে সরকারের প্রতি দাবি জানিয়ে আবু হাসান টিপু বলেছেন, সরকার যদি স্বৈরাচারি মানসিকতা পরিহার না করেন তবে তাদেরকেও ’৯০-এর স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানের মতো ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। তিনি আজ সকালে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে হামলার সাথে জড়িত দোষিদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী করেন।
আজ ১৫মার্চ সকালে শ্রমিকনেতা আবুল হোসেনের সভাপতিত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পূর্ব নির্ধারিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জস্থ পাঠানটুলীর রন্ধন রেস্তোরাঁতে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতমনেতা নাছির হোসেন. সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, স্বাধীন আহমেদ, মনির হোসেন, নাছির মিয়া প্রমূখ।