বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি হিসিবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয় এর উপ পরিচালক মো. আলী আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা মেডিষ্ট্রেট মো. ছারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, জেলা তথ্য অফিসার জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিকুজ্জামান, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, আমাদের রাজনৈতিকভাবে মুক্তি হয়েছে অনেক আগেই কিন্তু অর্থনৈতিকভাবে মুক্তি মেলেনি।তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার বাংলাদেশের ৬৪ জেলায় সরকারের অর্জিত এ সাফল্য বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন আত্মকর্মসংস্থানের বিষয়ে দেশব্যাপী জনগনকে অবহিতকরণ ও তাদেরকে উন্নয়ন কাযক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক বিশেষ প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে ‘ রুপকল্প -২০২১ বাস্তবায়নের মাধ্যমে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ, উন্নত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা।
তিনি আরও বলেন, দেশ হল মা আর এই দেশকে ভালবাসতে হবে সবাইকে । আমাদের সবাইকে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলে অতীতের যে বদনাম ছিল নারায়ণগঞ্জ সম্পর্কে তা উন্নয়নের মাধ্যমে মুছে যাবে। নারায়ণগঞ্জ জেলাকে একটি সুন্দর সমৃদ্ধ জেলা তৈরির জন্য সকল জন প্রতিনিধি, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাদের এক সাথে কাজ করতে হবে। উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলাকে একটি ভাল জেলা হিসেবে বাংলাদেশ তথা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, শহরের যানজট নিরসনে চাষাঢ়া চত্বর থেকে ২ নং রেল গেইট পর্যন্ত একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের প্রয়োজন। এই ফুট ওভার ব্রীজ নির্মাণ প্রসঙ্গে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীর সাথে আলোচনা করবো। যাতে তিনি জনগনের সুবিধার্থে এই ফুটওভার ব্রীজ নির্মানে এগিয়ে আসেন। জেলা প্রশাসকের সকল তথ্যের মত জেলা পুলিশ , সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন ও বেসরকারি এনজিও এর সকল কর্মকান্ড জেলা তথ্য অফিস আওতাভুক্ত হওয়া দরকার। এতে কর্মক্ষেত্রে সুবিধা হবে। আমরা সবাই সরকারের সাফল্য অর্জনের জন্য একত্রিত হয়ে কাজ করে এ দেশকে এগিয়ে নিয়ে যাবো।