বিজয় বার্তা২৪ ডটকমঃ
বিএনপি’র ব্যবসায়ীদের কারণে নয়, সরকারের ব্যর্থতার কারণেই খাদ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘খাদ্যের মজুদ কমতে কমতে মাত্র ১ লাখ ৯১ হাজার টনে এসেছে। সরকারের দুর্নীতি এবং সরকারের অদক্ষতার কারণেই আজকে এই অবস্থায় চলে এসেছে।’
ফখরুল বিএনপির আমলে চালের দাম প্রসঙ্গে বলেন, ‘বিএনপির আমলে ১৮-২০ টাকা চালের বেড়েছিলো। তখন আওয়ামী লীগ মহা হৈচৈ শুরু করে দিয়েছিলো। আর এখন চালের দাম ৫০-৫৫ টাকা। আজকে আমি আবারো বলছি চালের দাম বাড়ার জন্য সরকারই দায়ী।’