স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই সরকারর সমালোচনা হবে। কিন্তু এখন সমালোচনা করতে গেলেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলা যায় না। পত্রিকায় লেখা যায় না। সরকারের বিরুদ্ধে কিছু বললে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। খালেদা জিয়া কথা বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে এম এ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মির্জা আলমগীর অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতেই প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যালট বাঙ ভরে ফেলবে।
তিনি বলেন, আমরা জানি এখানে কী হবে। তারা (আওয়ামী লীগ) তাদের মতো করে প্রশাসনকে ব্যবহার করে সিল মেরে আগের রাতে সব বাঙ ভরে রাখবে। তারপরও আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাচ্ছি। কারণ জনগণ আরো ভালো করে দেখুক, এদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় কি হয় না। এর মাধ্যমে বিএনপির অভিযোগ প্রমাণিত হবে।
মির্জা আলমগীর দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পত্রপত্রিকায় লিখছে বিএনপির সংকট। এই সংকট বিএনপির শুধু নয়, প্রমাণিত হয়েছে আজ যখন মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হয় তখন বিএনপির সংকট নয়, এ সংকট মুক্ত চিন্তার সংকট। এ সংকট সত্য বলার সংকট। আমি আমার কথা নির্ভয়ে বলব তার সংকট।