বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গিরা চুপসে গেছে বলে দাবি করেছেন নৗপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বিকালে ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী আরো দাবি করেন, বঙ্গবন্ধু হত্যায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
সভার আয়োজন করে হরিজন ঐক্য পরিষদ।
শাজাহান খান বলেন, ‘আমরা অনেকে জানি না যে বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করা হয়। কর্নেল রশিদ তার বিবৃতিতে নিজে স্বীকার করেছেন, বঙ্গবন্ধুকে তারা যখন হত্যা করার সিদ্ধান্ত নেন, তখন তারা জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। তিনি তখন ছিলেন সেনা বাহিনীর উপপ্রধান। তার দায়িত্ব ছিল রাষ্ট্রপতিকে (শেখ মুজিবুর রহমান) রক্ষা করা, কিন্তু তিনি তা করেননি! উনি বলেন, উচ্চ পর্যায়ের কর্মকর্তা হ্ওয়ায় আমি এর সঙ্গে জড়িত হতে পারি না। তোমরা যদি পারো এগিয়ে যাও। এই কথার মধ্য দিয়ে একথাই প্রমাণিত হয় যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’
তিনি হরিজনদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দেশের হিন্দু সম্প্রদায় নিজেদের সংখ্যালঘু মনে করেন। কিন্তু সংখ্যালঘুর সংজ্ঞা আমি এভাবে দেবো না। যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল তারা সবাই সংখ্যাগরিষ্ঠ। আর সংখ্যালঘু হলো তারা্, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল। এ প্রসঙ্গে তিনি উদাহরণস্বরূপ জামায়াত, রাজাকার, আলবদরের কথা উল্লেখ করেন।’
হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ লালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, আয়োজক সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ।