বিজয় বার্তা ২৪ ডট কম
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অনুরোধে নারায়ণগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিকেএমইএ এর সদস্য রপ্তানিমুখী ৬’শ প্রতিষ্ঠানের মধ্য বৃহস্পতিবার ২’শ কারখানায় শ্রমিকদের সমস্ত পাওনাদি পরিশোধ করে ঈদ উপলক্ষ্যে ছুটি প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই ওই সকল প্রতিষ্ঠাানের শ্রমিকের নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। ২৩ জনু শুক্রবার আরো ২’শ কারাখানায় একইভাবে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে ছুটি প্রদান করা হবে। অবশিষ্ট ২’শ কারখানা শনিবার ছুটি প্রদান করা হবে।
বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের কঠোর নির্দেশনা ও শবে-বরাতের পর থেকেই বিকেএমইএ কমপ্লাইন্স সেলের সার্বক্ষনিক তদারকি করে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করেই এ সমস্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফলপ্রসূতে এবারই প্রথম কোন প্রকার অসন্তোষ ছাড়াই শ্রমিকেরা নিশ্চিন্তে ঈদ উদযাপনের জন্য নিজেদের গ্রামের বাড়িতে পৌছাতে পেরেছে। গার্মেন্টস গুলোতে পর্যায়ক্রমে যে ছুটির ব্যবস্থা করা হয়েছে তা ১৫ দিন আগে থেকে নির্ধারণ করা হয়েছিল। যার ফলের ঘরমুখো শ্রমিকদের টিকিটের ব্যবস্থা করতে কোন প্রকার দুর্ভোগ পোহাতে হয়নি।
এ জন্য বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সহযোগীতাকারী শ্রমিক নেতৃবৃন্দ, বিকেএমইএ এর কমপ্লাইন্স সেল, বিকেএমইএ এর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্য প্রতিষ্ঠানের মালিকবৃন্দ সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিল্প পুলিশের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য মালিক শ্রমিকের পারস্পারিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে শ্রমিকদের বেতন এবং উৎসব ভাতা প্রদান করা হয়েছে। সাধারণ গার্মেন্টস গুলোতে প্রতি মাসের ১০ তারিখে বকেয়া মাসের পাওনা পরিশোধ করা হয়। সেই সাথে সরকার প্রদত্ত প্রনোদনার টাকা সময় মত পরিশোধ করাতেই ইহা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাই সেলিম ওসমান বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।