বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও কাজ করতে হবে।
সোমবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সচিবগনদের সাথে মত বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক ব্যবহার না করে আমাদের অর্থনৈতিক ও সামাজিক সব কাজ করা সম্ভব। তাই আমরা অর্থনৈতিক ও সামাজিক কাজে সন্ত্রাস ও দুর্নীতিকে প্রশ্রয় না দেই। বর্তমান সরকার সন্ত্রাস, মাদক, দুর্নীতি, ইভটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার। জঙ্গীবাদ দমনে করতে বাংলাদেশ সরকার কাজ করছে। বিশ্বের অন্যান্য দেশ গুলো এখন বাংলাদেশকে অনুশরন করছে।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ পরিচালক (যুগ্ম সচিব) শেখ মুজিবর রহমান, আলোচক হিসেবে ছিলেন, জেলা স্থানীয় সরকার উপ পরিচালক মো. আলী আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম নজরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. খন্দকার লুৎফর রহমান স্বপন, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খন্দকার মোশাররফ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ, বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।