বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজের সর্বস্তরের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন হায়দার।
বুধবার সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি মাদক সেবনে আসক্ত হয় তাহলে তার পরিবারের সাথে কেউ আত্বীয়তার সম্পর্ক করতে চায় না । সিগারেট সেবনের মধ্যে দিয়ে নেশার শুরু হয়। ছেলেদের পাশাপাশি বর্তমানে মেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তিনি আরো বলেন, সমাজের অনেক সাদা পোশাক ধারী মানুষেরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারাই সমাজ ও আমাদের সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের হাত থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হলে পাড়া, মহল্লা ও সমাজের সর্বস্তরের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূল করতে হবে।
তিনি আরো বলেন, কোন আইন প্রয়োগ বা জেল জরিমানা করে শাস্তি দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না । পরিবারের সহযোগিতায় পারে একজন ব্যক্তিকে মাদকের হাত থেকে বাঁচাতে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া’র সভাপতিত্বে ও গ্রীণ ফর প্রিসের চেয়ারম্যান আরিফ মিহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী ইকবাল বাহার। আরো উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর সালাম, সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, কল্যাণী সেবা সংস্থার চেয়ারম্যান ডাঃ জব্বার চিশতি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার কবির হোসেন, প্রোগ্রাম অফিসার দেলোয়ার হোসেন, ফ্রিডম লাইফের পরিচালক মোঃ জাফর হোসেন প্রমুখ।
এর আগে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।