স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সফল ১৫ জন মাকে সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এই মায়েদের সন্তানরা বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত।
রোববার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মায়েদেরকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
স্বপ্নজয়ী মায়েরা হলেন- রাঙ্গামাটির বালা চাকমা, মানিকগঞ্জের হাজেরা খাতুন ও সালেহা আক্তার, যশোরের রাবেয়া খাতুন, ঝিনাইদহের আফরোজা বুলবুল, রাবেয়া বেগম, মৌক্কারা খাতুন, রেবেকা খানম ও রিজিয়া খাতুন, নওগাঁর ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, ময়মনসিংহের প্রভা দেবী ও অরুণা দে, পঞ্চগড়ের রওশন আরা বেগম, ঠাকুরগাঁয়ের সাহেরা বেগম এবং মাগুরার মমতা মজুমদার।
এ সময় মেহের আফরোজ চুমকি বলেন, প্রতিটি নারী একজন মা। আমরা যদি মাকে সম্মান করতে চাই আমাদের উচিত প্রতিটি নারীকে সম্মান করা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা বক্তব্য রাখেন।