স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সন্ত্রাসবাদ এখন আর কোনো একক দেশের সমস্যা নয়। এটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ‘জয়েন্ট ওয়ার্কশপ অন টেররিস্ট থ্রেট অ্যান্ড রেসপন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
পুলিশ প্রধান আরো বলেন, ‘আমরা সবাই মিলে এ দেশেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে চাই। দেশের উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে চাই। আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মূল উৎপাটন করতে চাই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও পেশাগত দক্ষতাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করতে হবে। এ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে হবে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কাউন্টার টেররিজম ইউনিট গঠনকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ অ্যাখ্যা দিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ দমনে এ ইউনিট ইত্যেমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে ইউনিটটি দিন দিন জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠছে।’