বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর হামলায় ফতুল্লা জনতালীগ সভাপতি শেখ স্বাধীন মনির (৩৫) খুন হয় এবং তার স্ত্রীসহ দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা ওয়াসা লেগুনা এলাকায় মনির ও তার স্ত্রী মেঘলা ও মেঘলার বড় বোনকে নিয়ে বাড়ির ফিরার পথে এই ঘটনা ঘটে।
পরে রাতে মনির ও আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষনা করেন।
নিহত ফতুল্লা জনতালীগের সভাপতি শেখ স্বাধীন মনির (৩৫) ফতুল্লা রসুরপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। আহতরা হলেন মনিরের স্ত্রী মেঘলা বেগম ও স্ত্রীর বড় বোন রেখা বেগম।
নিহত মনিরের ভাগ্নে আশরাফুল ইসলাম জানান, মনির ও তার স্ত্রী মেঘলা ও মেঘলার বড় বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে পাগলা রসুলপুর এলাকায় সন্ত্রাসী মীরু বাহিনীর লোকজন তাদের পথ আটকে দেয় এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মনিরকে এলোপাতারি কোপাতে থাকে। মনিরের স্ত্রীর ডাক চিৎকার করলে এসময় হামলাকারীরা মনিরের স্ত্রী মেঘলা ও মেঘলার বোনকেও কোপায়। হামলার একসময় আশেপাশের লোকজন চলে আসলে হামলীকারীর পালিয়ে যায়। পরে রাতে স্ত্রানীয় লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সকালে আইসিওতে মনির মারা যায়। হামলার কারন জানতে চাইলে সে জানায় মূলত ডিশ ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মীরু বাহিনী এই হামলা চালায়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর শুক্রবার রাত ১০ টায় ডিশ ব্যবাসায়ী লিটন ও সন্ত্রাসী মীরু বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। মীরু বাহিনীর প্রধান সেনাপতি ভাগিনা শাকিল ও ক্যাশিয়ার ভাই আলমগীর কয়েকজন মুখে গামছা বেঁধে লিটনের মালিকানাধীন ডিশ কার্যালয়ে হামলা চালানোর নাটক সাজায়। এ সময় তারা অফিসের ভেতরে থাকা কিছু সরঞ্জাম ভাংচুর করে ফেলে রাখে এবং পুলিশকে সংবাদ দেয়। পরে সন্ত্রাসী মীরুর ক্যাশিয়ার ভাই আলমগীর পুলিশ বাহিনী সাথে নিয়ে এলাকায় তল্লাশী চালিয়ে দোকানে বসে থাকা বিতাড়িত ডিশ মালিক লিটনকে আটক করে সোপর্দ করে। এই ঘটনায় পুলিশ লিটন ও জীবনকে আটক করে। ঘটনার সময় ডিশ ব্যবাসায়ী লিটনের পক্ষে সংগর্ষে স্বাধীন মনির লিপ্ত হয়। তারই জের ধরে মীরু বাহিনী মনিরের উপর এই হামলা চালায় বলে জানা যায়। ঘটনা সূত্রে আরো জানা যায়, বর্তমানে একটি মামলায় সন্ত্রাসী মীরু কারাগারে বন্দি রয়েছে। আর তার সবকিছু বর্তমানে নিয়ন্ত্রন করছে তার ভাগিনা শাকিল।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত শাহজালাল জানান, বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বিয়ষটি তদস্ত করে দেখা হচ্ছে।