নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী মনা ও তার সহযোগীদের হামলায় ডাইলপট্টি লোড আনডোল শ্রমিক ইউনিয়ন নেতা সুমন মাহমুদ খান গুরুত্বর আহত হয়েছেন। জানাগেছে, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর ৩০নং বিধান রোডস্থ ফায়ারঘাট এলাকার এ.আর ট্রেডার্সে সন্ত্রাসী মনা ও তার সহযোগী জাহাঙ্গীর, রবী, ফয়সাল, আশরাফ সহ অজ্ঞাত আরো ৫ জন হামলা চালিয়ে ভাংচুর লুটপাট চালাতে থাকে। এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার রাজু বাধা দিলে তাকে এলোপাথারি ভাবে কিল ঘুষি মেরে আহত করে। পরে হামলার খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক শ্রমিক নেতা সুমন মাহমুদ খান ঘটনাস্থলে ছুটে আসেন। সন্ত্রাসীরা তাকে দেখা মাত্র তার উপরও হামলা চালায়। দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে সুমনের উপর একের পর এক আঘাত করতে থাকে। দাড়ালো অস্ত্রের আঘাত, এলোপাথারীর কিল ঘুষি ও লাথির আঘাতে সুমন রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরেন। সন্ত্রাসী মনা ও সহযোগী সন্ত্রাসীরা তখনও তাদের তান্ডব চালিয়ে যায়। সন্ত্রাসীরা এসময় ব্যবসায়ী প্রতিষ্ঠারের ক্যাশে থাকা ৮ হাজার ৫’শ টাকা, সুমনের পকেটে থাকা ১২ হাজার ২’শ ৫০ টাকা এবং সঙ্গে থাকা একটি হাওয়াই মোবাইল সেট ( যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা) লুট করে নিয়ে যায়।
সন্ত্রাসী মনা বাহিনীরা চলে যাওয়ার পর স্থানীয় এলাকাবাসী গুরুত্ব আহত সুমনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ-১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সুমন এখন ঐ হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন বলে জানাগেছে।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি। সন্ত্রাসী যত শক্তিশালীই হোক্ না কেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।