নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লায় সন্ত্রাসী জিসান গ্রুপের পরিচয়ে বিএডিসি কর্মকর্তাকে হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। মোটা অংকের চাঁদার দাবীতে ২৭ ফেব্রুয়ারী শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে বিএডিসি সহকারী পরিচালক নুরউদ্দিন মোল্লাকে হুমকী প্রদান করা হয়। নুরউদ্দিন মোল্লা যুগান্তর পত্রিকার সিনিয়র সাবএডিটর সালাউদ্দিনের ভাই। এ ঘটনায় ফতুল্লা মডের থানায় সাধারন ডায়েরী দায়ের করেছেন নুরউদ্দিন মোল্লা।
অভিযোগে তিনি জানান, তার পিতা অসুস্থ মুক্তিযোদ্ধা জামাল মোল্লাকে দেখতে ফতুল্লায় আসেন। গতকাল ২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টা ২৮ মিনিটের সময় জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ডার পরিচয়ে ০১৮৬৮১০৬৫৯৩ নম্বর থেকে ফোন করে মোটা অংকের চাঁদা দাবী করা হয়। জিসান গ্রুপের অনেক সদস্য জেলে থাকায় তাদের ছাড়িয়ে প্রচুর টাকা দরকার হওয়ায় নুরউদ্দিন মোল্লার কাছে মোটা অংকের টাকা দাবী করে হুমকী দেয়া হয়, টাকা না দিলে নুরউদ্দিন মোল্লাসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে। এ ঘটনায় নুরউদ্দিন মোল্লা নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।