বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবসে একমাত্র সন্তানকে নিয়ে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম অয়ন ওসমান। ১৬ ডিসেম্বর (শনিবার) দুপুরে শহরের চাষাঢ়াস্থ বিজয় স্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান বলেন,
ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা। তবে বিজয়ের ৫২ বছর পরেও দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দীর্ঘ অনেক বছর পাকিস্তানের দোসরেরা প্রজন্মের পর প্রজন্মকে ভুল ইতিহাস তুলে ধরেছে। সেই অমানিশার অন্ধকার আমরা পেরিয়ে এসেছি। জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আলোর পথে এগিয়ে চলেছে। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।
আমরা যেন প্রজন্ম থেকে প্রজন্ম এই আদর্শ,এই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, সেটিই প্রত্যয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করে রাখতে হবে আমাদের। কোনো কুচক্রী মহল যেন আমাদের এই প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখাতে না পারে, সেই প্রত্যাশা রইল।