খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রণবীর কাপুর সঞ্জয় দত্তের রূপ ধারণ করবেন। পর্দায় প্রথমবারের মতো কারো জীবনী নিয়ে নির্মাণ হওয়া ছবিতে দেখা যাবে রণবীরকে।
রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। এরই মধ্যে সব চূড়ান্ত হয়ে গেছে। তাই এই ছবির জন্য ওজন কমিয়ে রোগা ও পরে আবার ওজন বাড়িয়ে মোটা, দুই-ই হতে হবে রণবীরকে।
প্রথম সিডিউলের জন্য কমাতে হবে ১০-১২ কেজি, আবার দ্বিতীয় সিডিউলের জন্য বাড়াতে হবে ততটাই। চেহারাটাও সঞ্জয়ের মতোই হতে হবে। তাই সঞ্জয়ের মতো চেহারা বানাতে এরই মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর। সেজন্য রণবীরকে সাহায্যও করছেন সঞ্জয়। জানা গেছে আগামী বছর মুক্তির লক্ষ্যে ছবিটি নির্মাণ করা হচ্ছে।