nuবিজয় বার্তা ২৪ ডট কম
ডাক দিয়েছেন শামীম ভাই ঘরে থাকার সময় নাই।রাজপথ ছাড়ি নাই শামীম ওসমানের ভয় নাই। আমরা সবাই শামীম সেনা। অপশক্তি নিপাত যাক নারায়ণগঞ্জের শান্তি ফিরে পাক। এই শ্লোগানে শ্লোগানে কম্পিত হবে আগামিকাল নারায়ণগঞ্জের রাজপথ। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান আগামীকাল ৭ সেপ্টেম্বর সকল অপশক্তির বিরুদ্ধে জনসভার ডাক দিয়েছেন। এর পর থেকে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর নাজমুল আলম সজল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি জনসভা সফল করতে ব্যপক প্রস্ততি গ্রহন করেছেন।
শনিবার দুপুর ২ টায় শহরের দেওভোগ নিজ বাস ভবনের সামনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জমায়েত হয়ে মূল মিছিল নিয়ে চাষাঢ়াস্থ বাগে জান্নাত শামীম ওসমানের জনসভায় যোগদান করবেন তারা।
এসময় তারা বলেন, জননেতা শামীম ওসমানের এই জনসভায় প্রমান করে দিবে নারায়ণগঞ্জই আ্ওয়ামীলীগের মূল ঘাটি। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কতটা ঐক্যবদ্ধ্য। এই জনসভা সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবে নেতাকর্মীরা। সকল নেতাকর্মীদের জনসভায় অংশগ্রহন করে সফল করার আহ্বান জানানো হল।