বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে ২ নং রেলগেইটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নাসিক নির্বাচনী বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে এসে এই আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুর রহমান চৌধুরী নওফেল, তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমূখ।
এদিকে নারায়ণগঞ্জ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, মহানগরের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, শহর যুবলীগের সভাপতি আহম্মেদ আলী রেজা উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ জেলার ২৭ ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিক নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতিকে মনোনীত করেছেন। আপনারা প্রধানমন্ত্রীর নৌকা মার্কাকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে আ্ইভীর পক্ষে কাজ করবেন এবং নৌকার জয় ছিনিয়ে আনবেন।