বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের বিরাজমান অভ্যন্তরীন কোন্দল নিরসন করার জোড়ালো আবেদন জানিয়ে ছাত্রদল নেতা আল আমিন প্রধান বলেছেন, আমরা কে কার লোক সেটি মুখ্য নয়, আমরা ধানের শীষের লোক, এটাই বড় পরিচয়। তাই অতীতের সকল ভেদাভেদ ভুলে বিএনপির স্বার্থে আবারও সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাংবাদিকের সাথে একান্ত স্বাক্ষাতকারে নারায়ণগঞ্জ বিএনপির ভিতরে কোন্দল সৃষ্টিকারীদের হুশিয়ারী প্রদান করে আল আমিন প্রধান আরো বলেন, আজকে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতদের কোন্দলের কারনে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছে। এ হতাশায় তারা রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলছে। এ বিষয়টি শীর্ষ নেতাদের দেখা উচিত। কারন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। তাছাড়া তাদের এমন কোন্দলে তৃণমূলের মেরুদন্ডের উপর প্রবল চাপ পড়ছে। এই অবস্থার যদি দ্রুত পরিবর্তন না ঘটে তাহলে আগামীতে তাদেরকে কড়া মাশুল গুনতে হবে। তৃণমূল দলের এই বিশৃঙ্খলাকারীদের কাছ থেকে একে একে জবাবদীহি আদায় করবে।
এছাড়াও তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ এই সরকারের কবল থেকে রক্ষা পেতে চায়। সকলেই মুখিয়ে আছে পরিবর্তনের আশায়। আশা করি আগামীতে সকলের চাওয়ায় সরকার পরিবর্তন হবে। এজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া এই সরকার পরিবর্তনের বিকল্প অন্য কিছু হতে পারে না। অতীতে আমাদের অনেকেরই অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। সেসব কারণে অনেকের মধ্যেই মান-অভিমাণের দানা বাঁধতে পারে। তাই অনুরোধ করবো, ক্ষোভ-দুঃখ-অভিমান ঝেড়ে ফেলে দিয়ে বিএনপির জয় নিশ্চিত করতে কাজ করুন।
উল্লেখ্য, আল আমিন প্রধান এর দাদা মরহুম হানিফ প্রধান ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তার পিতা মরহুম নাজির প্রধান ছিলেন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক। তাছাড়া সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার সফল কমিশনার।