সুনামগঞ্জ,বিজয় বার্তা ২৪
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা। যারা বাংলার মাটিতে রাজনীতি করতে চান, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চান বা যারা দাবি করছেন বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, তাদেরকে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। যারা এই সম্মান করতে পারবেন না তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রায় ১০ কেটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমির দ্বিতল ভবনের উদ্বোধনের শেষে সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরে মন্ত্রী শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।