স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ৭২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে, বাছাই ১১ ও ১২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এদিকে, ইসি সচিবালয় থেকে আরও জানানো হয়েছে, মে দিবসের ছুটি থাকায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এক দিন বাড়িয়ে ৩ মে করা হয়েছে।
প্রসঙ্গত, ইতোমধ্যে তিন ধাপে দুই হাজারের বেশি ইউপিতে ভোট গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ৭ মে এবং পঞ্চম ধাপে ২৮ মে প্রায় ১ হাজার ২০০ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।