নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে শ্রেষ্ঠ বেসরকারি সংগঠকের পুরস্কার গ্রহণ করলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলায় সফল স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কাজের স্বীকৃতি হিসেবে গতকাল শ্রেষ্ঠ বেসরকারি সংগঠক হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন। জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ নিতিশ কান্তি দেবনাথ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোঃ বশির উদ্দিন, বিএমএর সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ ইকবাল বাহার সহ অন্যান্য। সকল অতিথি বৃন্দ আন্তরিক ভাবে মান্নান ভূঁইয়ার হাতে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারটি তুলে দেন। উল্লেখ্য যে, গত বছর জাতীয় যুব দিবসেও শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার লাভ করেন মান্নান ভূঁইয়া। উক্ত পুরস্কার পাওয়ায় মানব কল্যাণ পরিষদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।