নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শ্রীরামকৃষ্ণদেবের ১৮১ জন্মতিথি উপলক্ষ্যে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনে চারদিন ব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মনন্দজী মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব শ্রী গোপাল চন্দ্র দাস, জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, জেলা সাধু নাগ মহাশয় আশ্রম এর সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য, ঢাকা রামকৃষ্ণ মিশন স্কুল সিনিয়র শিক্ষক শ্রী দেবাশীষ পাল, ভবানি শংকর রায় প্রমূখ।
সৌমেন্দ্র সরকার তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বামী বিবেকানন্দের আর্দশ ছিল পরোপকারী এবং অপরকে বিশ্বাস করা। তাই কাউকে ভালবাসাই ধর্ম আর সন্দেহ করাই হচ্ছে পাপ। স্বামীজির আর্দশ ধরে রেখেই সুন্দর একটি দেশ, সমাজ ও প্রজন্মের জন্য কাজ করতে হবে।