বিজয় বার্ত ২৪ ডট কম
নতুন বছরে ঢাকা মডেল এজেন্সীর আয়োজনে ফ্যাশন হাউজ শ্রীময়ী নতুন ধারার শীতের পোশাক নিয়ে আয়োজন করেছে এক ব্যতিক্রম ধর্মী ফটো শুট। পোশাকের মধ্যে এবার বিশেষ আকর্ষনে ছিল দেশীয় চাদর। এগুলোর মধ্যে ওলেন, খাদি, পশমি ও জিন্সের চাদর বেশী উল্লেখযোগ্য। শ্রীময়ীর নিজস্ব ডিজাইনে চাদরগুলোতে কাজ করা হয়েছে ব্লক, বাটিক ও এমব্রয়ডারী।
আর এই পোশাকগুলোর শুটে মডেল হয়েছে চট্রগ্রামের স্বনামধন্য মডেলরা। ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব ছিলেন রাজ ফরহাদ আহমেদ। রুপচর্চায় ছিলেন তন্বময় দত্ত ও সেলিম। ফটোশুটের আয়োজক হিসেবে ছিলেন ঢাকা মডেল এজেন্সীর সিইও মোহাম্মদ নাভেদ আনজুম।চাদরগুলোর ডিজাইনে ছিলেন ডিজাইনার অনুপম দত্ত।