বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রাবণের প্রথম থেকে শুরু হওয়া দেশব্যাপী বৃষ্টি সহজেই পিছু ছাড়ছে না। থেমে থেমে বৃষ্টির এ ধারা আরো দুই দিন ঝড়বে। তবে সপ্তাহের শেষান্তে কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কেই পানি জমে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে আবহাওয়া অফিস জানায়, জুলাই মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার ও বুধবারও রাজধানীতে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজধানীতে সোমবার ৮, রবিবার ১৩ ও শনিবার ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দেখা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর আগে রাত আড়াইটার দিকেও কোথাও কোথাও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।