বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান মালিক সমিতি সাথে শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ বাস্তবায়ন সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২৮ মার্চ ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ- মহাপরিচালক মোঃ ইমরান আহমেদ, সহকারী পরিচালক এইচ. এম . শাহাদাত ও মোঃ আরিফুজ্জামান, সিনিয়র এএসপি সুবাস সাহা, নারায়ণগঞ্জ ৭৪ সংগঠনের প্রধান সমন্বয়ক আবুল খায়ের ভূঁইয়া, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক আরিফ দিপু, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মহসিন ভূঁইয়া, ব্যবসায়ী উচ্ছাস প্রমুখ ।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনের দিনের মধ্যে সমস্ত জেলা দোকান ও প্রতিষ্ঠান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বিভিন্ন সংগঠনের সাথে দোকান ও প্রতিষ্ঠান সমূহ সপ্তাহে শুক্রবার নাকি রবিবার একদিন বন্ধ রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ-মহাপরিচালকের কাছে জমা দেয়ার নির্দেশ প্রদান করেন ।এবং উর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ।