নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ধর্মীয় অনূভূতিতে আঘাত হানা পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দরের সর্বস্তরের মুসল্লীবৃন্দ। শুক্রবার বাদ আছর কামাল সিকদার ও সুকমল চন্দ্র দে’র নেতৃত্বে ও অগণিত নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি বন্দর সালেহনগর হতে শুরু হয়ে থানার প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর ১নং ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন,আল্লাহ-নবীজীকে কটাক্ষ করে ভন্ড শ্যামল কান্তি মোনাফেকের পরিচয় দিয়েছে। শ্যামল কান্তির মতো ভয়ানক ইবলিশের ফাঁসি হওয়া উচিত। তারা তদন্ত সাপেক্ষে নাস্তিক শিক্ষক শ্যামল কান্তির ফাঁসির দাবি জানান। কামাল সিকদার ও সুকমল ছাড়াও মিছিল-সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন মোঃ আলমগীর হোসেন,মোঃ শাওন,মোঃ সবুজ ও মনোয়ারা বেগমসহ সর্বস্তরের ব্যাক্তি বর্গ।