নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম মিয়া কর্তৃক স্কুলের এক ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে হাজর হাজার লোক বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছে। গতকাল শনিরবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ- চিটাগাংরোড সড়কের সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী সোনামিয়া মার্কেট, সিদ্ধিরগঞ্জের হাউজিং ও গোদনাইলর চৌধুরীবাড়ি এলাকায় শান্তিপুর্ণভাবে সড়ক অবরোধ করে হাজার হাজার লোক বিক্ষোভ করে। বেলা ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ১ ঘন্টা নারায়ণগঞ্জ টু চিটাগাংরোড সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ দেখা দেয় সড়কে চলাচলরত যাত্রীসাধারনের মধ্যে শিক্ষক ইব্রাহিম ও শ্যামল কান্তি ভক্তকে নিয়ে ব্যাপক সমালোচনা করতে দেখা যায়।বিক্ষোভকরীরা শিক্ষক প্রধান শিক্ষক শ্যামল কাান্তি ভক্ত ও সহকারী শিক্ষক ইব্রাহিম মিয়ার ফাঁসির দাবি জানান।নারয়ণগঞ্জ সিটিকরপোরেশন এর ৬ ং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাষ্টার এর নেতৃত্বে বাবু, জসিম, সেন্টু, হাবু, শাকিল, ওয়াসিম, হানিফ, দেলোয়ার, গিয়াসউদ্দিন, দেলোয়ার, মজিুবুর রহমান, জাহাঙ্গীর, ও শাহিনসহ এলাকার বিভিন্ন পেশাজীবি , ব্যবসায়ী, ছাত্র, মাদ্রাসার শিক্ষক, শ্রমিকসহ কয়েক হাজার লোক গোগনগরের শিক্ষক ইব্রাহিম এর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আদমজী ছালেহা সুপার মার্কেটের সামনে ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে অবরোধকারীরা শান্তভাবে সড়ক অবরাধ প্রত্যাহার করে। তবে কোন অপ্রীতিকর কিংবা ভাংচুরের কোন ঘটনা ঘটেনি । বিকেল ৫ টা পরে নারায়ণগঞ্জ-চিটাগাংরোড সড়কে পুনারায় যানবাহন চলাচল শুরু হয়।