বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল শোলাকিয়ার আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। তথ্য সংগ্রহের পর দ্রুত মামলা করা হবে।
তিনি বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ঘটনার মোকাবেলা করেছে। তারা যদি বুদ্ধির সঙ্গে কাজ না করতেন তাহলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারতো। বিশেষ করে যারা মাঠে জামাতে অংশ নিয়েছিলেন তারা ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। যদি তারা জানতে পারতেন তাহলে ভয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আরো মানুষ মারা যেত। এ ঘটনায় পুলিশ, বিজিবি, র্যাব ও সিভিল ফোর্স দেশ প্রেম ও দায়িত্বের পরিচয় দিয়েছেন।’
পরে তিনি হামলায় নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এক লাখ টাকা অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় তিন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, আফজল হোসেন ও সোহরাব উদ্দিন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঈদের নামাজ শুরুর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ ও এক হামলাকারী নিহত হন। এ সময় আহত হন ৬ পুলিশ সদস্যসহ তিন পথচারী।