বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জে চারদিন ব্যাপি আয়োজিত আবাসন মেলার সমাপ্ত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গনে প্রোপার্টি প্লাস ইভেন্টের আয়োজনে চারদিন ব্যাপি আবাসন মেলার সমাপ্ত হয়।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপ্ত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, রিহ্যাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম. পাবেল, ক্রিয়েটিভ আর্কিটেকচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ, প্রোপার্টি প্লাস ইভেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাব্বাত খান, স্ট্রাকচার প্রপাটিজস এন্ড বিল্ডার্স লিমিটেড এর এমডি মো. সাহাবউদ্দিন।
এ সময়ে রিল্যাক্স রিয়েলইস্টেট প্রাইভেট লিমিটেড এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার চন্দন কুমার সরকার বলেন, গত বছরের তুলনায় এবারের মেলায় গ্রাহক সংখ্যা বেশ ভালো। এ বছর আমরা ৫ টি বিল্ডিং নিয়ে মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের তৈরি বিল্ডিং গুলো মান সম্পন্ন। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার আশেপাশে অবস্থিত আমাদের বিল্ডিং গুলো। এই বছরের আবাসন মেলায় আমাদের দুইটি ফ্ল্যাট বিক্রি হয়েছে । আর বাকী ফ্ল্যাট গুলোর বিক্রি নিয়ে গ্রাহকদের আলোচনা চলছে বলে তিনি জানান। এ সময়ে আবাসন মেলায় অংশগ্রহণ কারি প্রতিষ্ঠান গুলোকে প্রদান করা হয়।