বিজয় বার্তা ২৪ ডট কম
দুপুরে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডের মিজমিজি, দক্ষিণ মিজমিজি, কালু হাজী রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগের সময় আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন , স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পর থেকে প্রত্যাহার করাটা এটা তাদের দলীয় কৌশল। মাঠে লড়ছি তার সাথে এবং আরো প্রতিদ্বন্ধীতায় আছে। শেষ পর্যন্ত লড়ে যাবো। স্থানীয় সরকারে কাজ করতে সবসমই চেলেঞ্জ। এখনো নির্বাচনটা চেলেঞ্জেরই হচ্ছে। আওয়ামীলীগের মধ্যে কখোনোই বিভাজন ছিল না, আগেও ছিলনা, এখনো নেই। নেতৃত্বের মধ্যে ভিবাজন মতাবেদ থাকতে পারে। সকলেই ঐক্যবদ্ধ, দিনশেষে সকলেই শেখ হাসিনার কর্মী।
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ৫ লক্ষ ১৭ হাজার ৩শ’ ৫৭ জন ভোটার রয়েছে সিটি এলাকায়। এ নির্বাচনে ইভিএমএ ভোট দিবেন ভোটাররা।