বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এসি রুমে বসে নির্দেশ দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। নারায়াণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে আছেণ। বিএনপি আমাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ হারানো প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
তৈমুর বলেন, বিএনপি এবার আমার থেকে সব পদ উঠিয়ে নিয়েছে। এখন দল আর কিছু বলতে পারবে না। এখন আমি কোনো দলীয় প্রার্থী না। দল-মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিতে পারবেন। নারায়ণগঞ্জের সব শ্রেণির নাগরিক আমার পাশে আছেন। দলের লোকেরাও আমার পাশে আছেন। ১৬ জানুয়ারি নির্বাচনে আমিই জয়লাভ করব ইনশাআল্লাহ।
এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।