স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সরকারের বেঁধে দেয়া সময়ের শেষ দিনে বিপুল ভিড় আর গ্রাহক ভোগান্তির মধ্য দিয়ে রাজধানীতে চলছে বায়োমেট্রিক সিম নিবন্ধন। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন।
তবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।
এদিকে গ্রাহকদের কথা মাথায় রেখে সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিকেলে সিদ্ধান্ত দেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম পুনঃনিবন্ধন কার্যক্রম। জাতীয় পরিচয়পত্রের সার্ভারে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে চলছে সিমের এই নিবন্ধন, যা চলবে শনিবার রাত ১০টা পর্যন্ত।
সরকারের বেঁধে দেয়া সময়ের শেষ দিন হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বায়োমেট্রিক সিম নিবন্ধন। এ সময় ধীর গতিসহ এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের আঙ্গুলের ছাপের সঙ্গে সিম নিবন্ধনের সময় ছাপ না মেলায় ভোগান্তির অভিযোগ করছেন গ্রাহকরা।
এ ছাড়াও শেষ দিনে গ্রাহকদের চাপ বাড়ায় সার্ভার ডাউন হয়ে যাওয়ায় অনেকেই পড়েছেন বিপাকে।
শনিবার সকাল পর্যন্ত দেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে প্রায় ৯ কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে।
এ ছাড়াও আঙ্গুলের ছাপ না মেলায় নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রায় দেড় লাখ সিম।