শেরপুর,বিজয় বার্তা ২৪
শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাতকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। তাৎক্ষণিকভাবে দন্ডপ্রাপ্তদের নাম জানা যায়নি।
মঙ্গলবার শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান এ মামলার রায় ঘোষণা করেন।
গত বছরের ২ অগাস্ট শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র রাহাতকে (৮) অপহরণ করে মুক্তিপণ দাবি করে তার খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু।
এ ঘটনায় ৪ অগাস্ট ৩ জনকে আসামি করে মামলা করে শিশুটির বাবা। অপহরণের ৬ দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
লতিফসহ ৪ আসামি গ্রেফতার হওয়ার পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।