স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের টাকা হ্যাক করা হয় নাই সরকারের লোকজন চুরি করেছে। টাকা চুরির ঘটনা গভর্নর হাসিনাকে জানিয়েছে হাসিনা কিছু বলে নাই। ছেলের অপকর্মের জন্য গর্ভনরকে বলির পাঠা বানানো হয়েছে। বিদেশের পত্রপত্রিকার না আসলে টাকা চুরির ঘটনা কেউ জানতো না।
শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের কলিজা ছোট বলে কাউন্সিলের জন্য আমাদের বড় জায়গায় অনুমতি দেয় নাই। আমরা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অনুমতি চেয়েছি সরকার দেয় নাই।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি নির্বাচন চায়। তবে হাসিনা মার্কা নির্বাচন না। নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। বর্তমানে হাসিনা মার্কা নির্বাচনে বিএনপি যাবে না। গেলেও জয়ী হতে পারবো না। নির্বাচন কমিশন একজন মেরুদন্ডহীন ব্যাক্তি। তাকে মানুষ এত গালাগালি করে তারপরেও পদত্যাগ করে চলে যায় না। এটাকে মানুষ মনে হয় না।
তিনি বলেন, আন্দোলনে যাব। সকলে মিলে আন্দোলন করবো। সকলে বলে আপনারা কিছু করেন। মানুষ এসব বলছে কেন? মানুষ এ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, এরশাদ বেঈমান। কখন কি করে বলা যায় না। পাগল না বেঈমান। যাতে মাতাল তালে ঠিক। ৮২ সাল থেকে এরশাদের হাসিনার লাইন। তাই ৮৬ সালে এরশাদের নির্বাচনে রায় দিয়েছে।
কাউন্সিলরদের উদ্দেশ্য খালেদা জিয়া বলেন, আমাদের দলে কিছু বেঈমান ঢুকেছে। ১/১১ সময়ে কিছু মীর জাফর ঢুকেছে। এরাই আন্দোলন নষ্ট করে দেয়। এ জন্যই আন্দোলন সফল হয় না। ঢাকার বাহিরে আন্দোলন ঠিকই হয়েছে ঢাকায় আন্দোলন হয় নাই এটা আমরা স্বীকার করি।
খালেদা জিয়া বলেন, কেন্দ্রীয় কমিটিতে লেনদেন হবে না। আমরা সবাইকে চিনি। ত্যাগী, যোগ্য ও সাহসী লোকদের দিয়ে কমিটি গঠন করা হবে। তৃণমূল কমিটি যারা করবেন তাদেরকে বলবো ত্যাগী, যোগ্য ও সাহসী লোকদের দিয়ে কমিটি গঠন করবেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।