বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্কের প্রকল্পের কাজের জন্য মেয়র আইভীকে অভিনন্দন জানিয়েছেন বিএমএ সভাপতি সাবেক এমপি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। আজ সোমবার বিকেলে শেখ রাসেল নগর পার্ক পরিদর্শন করে বৃক্ষ রোপন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ঘুরে ঘুরে ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনকে শেখ রাসেল নগর পার্ক প্রকল্প নির্মান কাজ দেখান। নগরীতে উন্মুক্ত পরিবেশে এমন একটি সুন্দর প্রকল্প বাস্তবায়ন করার জন্য মেয়র আইভীকে অভিনন্দন জানান মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। পরে তিনি শেখ রাসেল নগর পার্কে কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন। এসময় উপস্থিথ ছিলেন, বিএমএর মহাসচিক ডা: মো: ইহতেশামুল হক চৌধুরি দুলাল, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্তাধায়ক ডা: আবু জাহের, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আতিকুজ্জামান সোহেল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্ম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনায় আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি মাদ্রাসায় দোয় ও এতিমদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানের পর তিনি শেখ রাসেল পার্কে গিয়ে বৃক্ষ রোপনে অংশ নেন।