বিজয় বার্তা ২৪ ডট কম
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, বেলুন উড্ডয়ন, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে দিনটি শুভ সূচনা করা হয়। এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এরপর কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগের পাশাপাশি আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন হাসপাতাল, জেলখানা ও শিশুসদন সমূহ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের প্রত্যেকটি শিশু তার পিতৃস্নেহে, তার মাতৃস্নেহে বিকশিত হওয়ার সুযোগ যেন পায়, তার মত আর কোন শিশু যেন ঘাতকের বুলেটে নিহত না হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ সহ অন্যান্যরা