বিজয় বার্তা ২৪ ডট কম
শেখ রাসেল ডিজিটাল ল্যাব সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্প নেটওয়ার্কিং ও প্রশিক্ষণ প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মো. ছরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি তানভীর তাহের, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, বন্দর মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আমিন, আড়াইহাজার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক ভূঁইয়া, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রফেসর শাহিন সুলতানা প্রমুখ ।