বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২ তম জন্ম দিন উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের কালীরবাজার পুরাতন কোর্ট ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ ইসলামী ফাউন্ডেশন এর উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ চেতনা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ রাসেল, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশন এর সহকারি পরিচালক মো. মাইনউদ্দিন, ফিল্ড সুপারপাইজার এম এ মামুন প্রমুখ।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে মো. আলী আকবর বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল বাংলাদেশ। পৃথিবীর বুকে জেগে ওঠে একটি মানচিত্র ও একটি স্বাধীন পতাকা । কিন্তু আমরা এই যুদ্ধ শুরু করেছিলাম ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। পাকিস্তানী হানাদার বাহিনীরা তখন হত্যা করে সালাম, রফিক, বরকত ও জব্বারকে। এখন জাতিসংঘের সাধারণ ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা দিয়ে সমগ্র বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন ।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছিল। এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি কাজ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করা হয়। কিন্তু তখন জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে খুনিরা হত্যা করে। বিদেশে থাকায় বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে । বাংলাদেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে কাজ করছে ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।