বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার (৭ জানুয়ারী) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এর প্লেয়ার লাউঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর অন্তঃউপজেলা পর্যায়ের দাবা ইভেন্টের খেলা সম্পন্ন হয়েছে। সকালে ইভেন্টের উদ্বোধন করেন অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি লাজুল করিম কস্তুরি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যকরী সদস্য ,মাহবুব হোসেন বিজন,সিরাচ উদ্দিন আহমেদ প্রমুখ।
দাবা (বালক) এ মর্তুজা মুহতাদি প্রথম এবং তামজিদুল ইসলাম ইশান ২য় হয়েছেন। (বালিকা) বিভাগে শিমন আহমেদ প্রথম এবং তানজিমা ২য় হয়েছেন। জেলা ৫টি উপজেলা থেকে ৩০ জন বালক ও বালিকাগণ এ ইভেন্টে অংশ নিয়েছেন।