স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবি চত্বরে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। এ উৎসবে সাতটি দেশের ২০ জনের বেশি কবি অংশ নিয়েছেন।
সোমবার জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক।
এ সময় তিনি বলেন, আজ আমরা এখানে এসেছি কবিতার মৈত্রী স্থাপনের জন্য। শুধুমাত্র এই উৎসব আমাদের একত্রিত করেনি বরং কবিতা আমাদের একত্রিত করেছে। কারণ আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা-চেতনা, শব্দ-উপমা এক, এগুলোই আমাদের একসঙ্গে করেছে।
রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি করে বিশ্বের সব কবিদের একত্রিত করতে আহ্বান জানান দেশের বরেণ্য এই কবি।
সুইডেন থেকে এই উৎসবে যোগ দিয়েছেন সুইডিশ কবি লারস হেগার। তিনি বলেন, আমি সত্যিই আনন্দিত এখানে আসতে পেরে। বাংলাদেশের কবিতা ও কবিদের আতিথেতায় আমি মুগ্ধ।
ভারতের জনপ্রিয় প্রাবন্ধিক শংকর লাল ভট্টাচার্য বলেন, কবিতাকে বলতে দিন কবিতার কথা। কবি ও কবিতার মৈত্রীর অভাব ঘটেছে। বন্ধনের অভাব ঘটেছে, শব্দের অভাব ঘটেছে। এমন অবস্থায় কবিতাকে উঠে দাঁড়াতে হয়, অতীতে যেমনটি দাঁড়িয়েছে। ইন্টারনেটে ‘সৃষ্ট ভাষা’ কবিতার শব্দকে গ্রাস করছে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিদেশি কবিদের ফুল দিয়ে বরণ করে নেন সৈয়দ শামসুল হক। কবিতা উৎসবে আসা কবিদের মধ্যে রয়েছেন, ভারতীয় কবি বীথি চট্টোপাধ্যায়, সেবন্তী ঘোষ, আনসার উল হক, রাসবিহারী দত্ত ও মোহর চট্টোপাধ্যায়, বেনত বার্গ, নরওয়েজিয়ান কবি এরলিং কিতেনসেন, সোভাকিশ কবি মিলান রিচার, মরক্কোর কবি বেনাইসা বোমালাসহ আরো অনেকে।
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এ উৎসব শেষ হবে আগামীকাল মঙ্গলবার।