বিজয় বার্তা ২৪
সন্ধ্যা নামিছে দেখো ঐ
বাতাস বহিছে মৃদুকায়,
শত রং ছড়ায় গোধূলী
নিশীথের ভাবনায়।
পাখী সব করে রব
ফিরে যায় নীড়ে,
নদী তটে পাল ধরে
তরী ছুটে তীরে।
গো হারিয়ে কাঁদিছে রাখাল
খুঁজিছে হন্যে হয়ে,
শস্যবোঝা মাথায় কিষানী
ফিরিছে হাসিমুখ লয়ে।
মন্দির মসজিদ গীর্জায় শুনি
সেকি সুমধুর সুর,
সন্ধ্যাতারা বলিছে বার বার
রাত্রি নাহি বহুদূর।
অস্তাচলে রবি হারিয়েছে সবি
অতি সংগোপনে,
জীবন সূর্য্যটা এভাবেই ফুরায়
প্রতিদিন প্রতিক্ষনে।
আলো ছড়িয়ে নিভে যায় প্রান
সাঙ্গ হয় খেলা,
মঙ্গল দীপ ঘরে ঘরে জ্বালো
আজি এ সন্ধ্যাবেলা।