বিজয় বার্তা ২৪ ডট কম
শীত বস্ত্র ক্রয়ের অর্থ নেই। প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে ফুটপাতে ঘুমিয়ে আছে অসহায় মানুষ গুলো। বহু প্রচলিত এই গানটির কথা মনে পরে গেলো- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ‘একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’। গভীর রাতে প্রচন্ড শীতের আদ্রতায় কেপে উঠা অসহায় মানুষদের জন্য হঠ্যাৎ এমন সময় কিছু যুবক হাজির হলো কম্বল নিয়ে। গত কয়েকদিন ধরেই শীতার্থদের ধারে ধারে গিয়ে কম্বল বিতরণ করছেন ‘নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দরা।
নবীগঞ্জ মনব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো: তৌহিদুল ইসলাম শুভ, সহ-সভাপতি কাহারুল হক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান শুভ, অর্থ বিষয়ক সম্পাদক মো: সাজ্জাত হোসেন আদর, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মো: ইয়াছিন আরাফাত, তথ্য প্রচার সম্পাদক মো: সাইফুল ইসলাম সাইফ, প্রকল্প ও পরিকল্পনা সম্পাদক মো: খান সোহাগ, দপ্তর সম্পাদক স্বপন মিয়া, পরিচালক রবিন মিয়া শহরের চাষাড়া থেকে শুরু করে ২নং রেল গেইট ও বন্দর ঘাটসহ ফুটপাতে থাকা অসহায়দের মাঝে শীতবন্ত্র বিতরণ করছেন। তাদের এই ব্যাতিক্রমী এই উদ্যোগে হাসি ফুটেছে কিছু শীতার্থদের মুখে। এমন আত্ম মানববেতার সেবায় নিজেদের যাতে সবসময় নিয়োজিত রাখতে পারে এজন্য সকলের দোয়া কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।