নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ শহরের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপারের সময় বালুবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহি একটি নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ রয়েছে।
বুধবার রাত আটটায় এই ঘটনা ঘটে। খরর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিখোঁজের স্বজনরা জানায়, বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বন্দর খেয়াঘাট থেকে নৌকা যোগে নারায়ণগঞ্জ শহরের দিকে আসছিলো। এসময় নদীর উত্তর দিক থেকে আসা একটি বালুবাহী কার্গো খেয়া নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। এসময় গৃহকর্তা চাঁন মিয়া ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চাঁন মিয়ার স্ত্রী সেতু বেগম ও শিশু ছেলে সাফিন পানিতে তলিয়ে যায়।
বি,আই,ডব্লিউ,টি,এ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে।