বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লঞ্চডুবির পর শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচলে নিয়ম বেধে দিয়েছে জেলা প্রশাসন। নতুন নিয়মে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নদীতে কোনো ধরনের বাল্কহেড চলাচল করতে পারবে না।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি লঞ্চ ডুবে যায়। এতে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। নদীর নাব্যতা কম হওয়ায় এবং কালবৈশাখীর মৌসুম আসন্ন হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এ কারণে শীতলক্ষ্যা নদীতে নৌযান চলাচলে নিয়ম বেধে দেয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী- সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। বৈধ সনদধারী ছাড়া মাস্টার, ড্রাইভার, সুকানি, গ্রিজার, প্রকৌশলী বা ইঞ্জিনচালক দ্বারা নৌযান চালানো যাবে না। যাত্রীবাহী নৌযানে সার্ভে সনদে উল্লেখিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। অভ্যন্তরীণ নৌযান চলাচলের সময় অতিরিক্ত মালামাল বোঝাই করা যাবে না। প্রতিটি অভ্যন্তরীণ নৌযানকে সংঘর্ষ এড়ানো-দিক নিয়ন্ত্রণ-পাল তুলে চলার নির্ধারিত নিয়মা অনুসরণ করতে হবে।
আরো বলা হয়- অগ্নিনির্বাপক সরঞ্জাম, জীবন রক্ষাকারী যন্ত্রপাতি ছাড়া কোনো নৌযান চলাচল করতে পারবে না। রুট পারমিট, সময়সূচি, ভাড়ার তালিকা প্রদর্শন ছাড়া নৌযান চালানো যাবে না। নৌ নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলতে হবে। উপর্যুক্ত নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।