নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে মা-ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ছেলের পর মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কুমুদিনী ওয়েল ফেয়ারের সামনেথানার ফ্যাক্টরীর অদূরবর্তী স্থান হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
সূত্র মতে,গত বুধবার রাত সাড়ে ৮ টায় বন্দর ১নং খেয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবিতে মা সেতু বেগম (৩৫) ও ছেলে স্বাধীন (৪) নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৮ টায় বন্দরের পাশে নদীতে ভেসে ওঠার পর শিশু স্বাধীনের লাশ উদ্ধার করা হয়। পরে মা সেতু বেগমের লাশ কুমুদিনী ওয়েল ফেয়ারের সামনেথানার ফ্যাক্টরীর অদূরবর্তী স্থান হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের স্বজন চাঁন মিয়া লাশ সনাক্ত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু তাহের খান জানান, নৌ-দুর্ঘটনায় নিখোঁজ হওয়া মা-ছেলের দুটি মরদেহই উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।