বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ বাকি ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে চারজনের মরদেহ উদ্ধার হয়। এর আগে রাতে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নৌকা ডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ ছিলেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে শনিবার রাত সাড়ে ১১টায় রূপগঞ্জ-ডেমরায় সুলতানা কামাল সেতুর নিচ থেকে তুষার আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এর অদূরে চারটি লাশ স্থানীয়রা ভাসতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
গত শুক্রবার রাত ৯টার রাজধানীর ডেমরা ঘাট থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করছিলেন। নৌকাটি তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় গেলে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় মাঝি ও নয়জন যুবক সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন ডুবে নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- লতিফ খান, শরীফ আহমেদ, তুষার আহমেদ, বাবু মিয়া এবং জসিম উদ্দিন। তাদের মধ্যে লতিফ খান কমলাপুর রেল স্টেশনের কাস্টমস কর্মকর্তা। তারা রাজধানীর যাত্রাবাড়ী, দনিয়ার বাসিন্দা।