বিজয় বার্তা ২৪ ডট কম
রুপগঞ্জের জোবেদা ট্রেক্সটাইল এন্ড স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মনকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে নির্মম হত্যাকান্ডের দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদোগে মঙ্গলবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আনুষ্টিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টরে নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খাঁন বিপ্লবের সভাপতিত্বে প্রোগ্রমে বকত্ব্য রাখেন বাংরাদেশর সমাজতান্ত্রি দল বাসদ নারায়ণগঞ্জ জেরার সমন্বয়ক নিখিল দাশ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক বিমাল কান্ত দাশ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সইফুল ইসলাম শরিফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টরে নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম. এ. মিল্টন রি-শোলিং ইষ্টিল মিলেস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলÍানা আক্তার।
নেতৃবৃন্ধরা বলেন, রুপগঞ্জর যাত্রারামুড়ায় আবস্থিত জোবেদা ট্রেক্স-টাইল এন্ড স্পিনিং মিলে ঠুনকো আভিযোগে ফেক্টরীর কর্মকর্তারা ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মনকে কমপ্রেসার মেসিনের সাহায্যে পায়ু পথে বাতাস ডুকিয়ে নির্মম বাবে হত্যা করে। এই কারখানায় ৪ শতাধিক ১৫ বছরের নিচে শিশু কর্মরত আছে। এই শিশুদের উপর মালিকপক্ষ বার বার নির্যাতন চালায়। ইতিমধ্যে পুলিশ ২৭ জন শিশুকে ঐ কারখানা থেকে উদ্বার করেছে। শ্রম আইনে কঠোর ভাবে শিশু শ্রম নিষিদ্ধ থাকায় পরেও এখানে বিপুল পরিমান শিশুদেও দিয়ে কাজ করা হয়। শিশু শ্রমিক থাকায় এই কারখানার বিরুদ্বে পূর্বে মামলাও হয়েছে।
নেতৃবৃন্দ বলেন নিহত সাগর বর্মনকে এর আগেও কর্মকর্তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলো। ২৪ জুলাই ৬-২ টা পর্যন্ত ডিওটি করা অবস্থায় শিশু সাগর বর্মন যখন ১২ টায় গায়ে লেগেথাকা তুলা পরিস্কার করার জন্য কমপ্রেসার মেসিনের সামনে যায় তখন ঐ কারখানার প্রশাষনিক কর্মকর্তা নাজমুল হুদা, উৎপাদন ম্যানেজোর হারুন আর রশিদ, সিনিয়র উৎপাদন কর্মকর্তা আজাহার ইমান সোহেল ও সহকারী উৎপাদন কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ কয়েকজন ইস্টাফ সাগর বর্মনকে মারধর করে কমপ্রেসার মেশিনের সাহায্যে পায়ু পথে বাতাস ডুকিয়ে নির্মম ভাবে হত্যা করে। সাগর বর্মননের কান্না ও চিৎকারের পরেও এই বর্বররা নিষ্ঠুর নির্যাতন বন্ধ করেনি। নেতৃবৃন্দ শিশু সাগর বর্মন এর হত্যা কান্ডের জন্য দ্বায়িদের গ্রেফÍার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং করখানার শিশু শ্রমিকদেও নিয়োগ ও নির্যাতনের জন্য মালিকের বিরুদ্বে ব্যাবস্থা নেয়ার দাবী জানা