নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে পরকীয়া প্রেমের জের ধরে রাব্বি নামে দেড় বছরের এক শিশুকে অপহরণের ২দিন পর উদ্ধার করেছে করেছে থানা পুলিশ। এ ঘটনায় পরকীয়া প্রেমিক তুহিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
অপহরণের ঘটনায় শিশুটির পিতা রাজু হাওলাদার থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ গ্রহনের ২দিনের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী তুহিনকে আটক করে। ধৃত তুহিন বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার সোনাপুর এলাকার আ:সালামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় একটি ম্যাচে ভাড়া থাকত। অপহৃত শিশুটির পরিবারও মৌচাক এলাকায় মাদ্রাসা সড়কের শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া।
অপহৃত শিশুর পিতা ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকায় পাশাপাশি বসবাস করার কারণে শিশু রাব্বির পরিবারের সাথে অপহরণকারী তুহিনের পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র থেকে তুহিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে শিশুটির মা শ্রাবন্তী। ঘটনাটি জানাজানি হলে একাধিকবার রাাব্বির পিতা রাজুর সাথে অপহরনকারী তুহিনের বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে অপরনের ঘটনার ৫/৬দিন আগে রাজু তুহিনকে মারধর করে। এতে তুহিন ক্ষিপ্ত হয়ে গত (২৬ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রাবন্তীকে ভাড়া বাসার পাশে একটি পুকুর পাড়ে ডেকে নিয়ে আসে। সেখানে সে শ্রাবন্তীকে মারধর করে। পরে রাব্বিকে চকলেট দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। পরে তার মোবাইলে শ্রাবন্তী যোগাযোগ করলে সে জানায় রাব্বি ভাল আছে। কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসবে। সারাদিনেও ফিরে না আসায় সে ঘটনাটি রাব্বির পিতা রাজুকে জানায়। রাজুও যোগাযোগ করে ছেলেকে ফিরে না পেয়ে পরদিন (২৭ফেবুয়ারী) শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের সূত্রধরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ (২৮ ফেব্রুযারী) রবিবার সকালে বরিশাল জেলার গৌরনদী এলাকায় তুহিনের খালু শিপনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় সেখান থেকে তুহিনকেও আটক করে সোমবার থানায় নিয়ে আসে। অপহরণকারী পরকীয়া প্রেমিক রাজধানীর গুলিস্থানে ফুটপাতের দোকানদার ছিল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ সরাফত উল্লাহ জানায়,অপহৃত শিশুটিকে উদ্ধারসহ ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।