নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শিমরাইল তাজ জুটমিল মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
অত্র স্কুলের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার। ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো:নাজমুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল জলিল মাষ্টার,আলহাজ্ব আমিনুল ইসলাম ও ডা.মো:পরশ আলী।
শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো:মজিবুর রহমান প্রধানের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।